গত দুই দশক ধরে তালেবান জঙ্গি বনাম আফগান ও মার্কিন নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হয়েছে আফগানিস্তানের মাটি। চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনীর সঙ্গে ভদ্রলোকের চুক্তিতে উপনীত হয়েছিল তালেবানরা। সেই চুক্তি মতো আফগান মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারও শুরু হয়েছে। ১৪ মাসের মধ্যেই সম্পূর্ণ মার্কিন সেনা আফগানিস্তান থেকে তুলে নেবে পেন্টাগন।
তালেবানদের সঙ্গে মার্কিন প্রশাসনের আধিকারিকদের বৈঠক ঘিরে আশার আলো দেখছিলেন আফগান জনতা। দু’দশকের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হবে বলে আশায় বুকও বেঁধেছিলেন। কিন্তু বাস্তব সত্যি হল, আফগানিস্তানে শান্তি ফেরেনি। বরং তালেবান বন্দিদের মুক্তি দেওয়া নিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির টালবাহানায় পরিস্তিতি আরও বিগড়েছে। কাবুল সহ বেশ কয়েকটি প্রদেশে লাগাতার নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে তালিবান জঙ্গিরা।
তাই পাল্টা হিসেবে এবার তালেবান বিরোধী অভিযান শুরু করেছে আফগানবাহিনী। উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব এলাকায় তালেবান ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় তিন তালেবান কমান্ডার কারি আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লাহ খায়রুল্লাহ ওরফে কারি আহমেদ এবং কারি হাফিজ সহ ৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৭ জঙ্গি আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিন। সুত্রঃ দিজ মোমেন্ট।