আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন প্রাদেশিক ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
কয়েক মাস আগে একই ধরনের হামলায় আঞ্চলিক পুলিশ প্রধান নিহত হন। আইএসআইএলের একটি সহযোগী গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করে।
হামলাকারী বিস্ফোরকবাহী একটি গাড়ি দিয়ে গভর্নরকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। গভর্নরের নাম নিসার আহমেদ আহমাদি। তিনি উত্তরাঞ্চলয় বাদাখস্তান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর। প্রদেশের রাজধানী ফাইজাবাদে এই ঘটনা ঘটে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এখনো এটি স্পষ্ট নয় যে, এই হামলার পেছনে কে দায়ী। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে তালিবান কোনো কর্মকর্তার ওপর হামলার ঘটনা এটিই প্রথম।
প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান মুয়াজউদ্দিন আহমাদি বলেন, গভর্নর এই হামলার লক্ষ্য ছিলেন।
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে হটিয়ে তালিবানের ক্ষমতা দখলের পর থেকে নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে। তবে আইএসআইএল এখনো একটি হুমকি। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে তালিবানের সশস্ত্র বিদ্রোহের সময় লাখের বেশি মানুষ নিহত হয়।
গেল ডিসেম্বরে আইএসআই এল দাবি করেছিল, তারা প্রদেশের পুলিশ প্রধানকে হত্যা করেছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন