আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সোমবার গণমাধ্যমে এ কথা জানিয়ে বলেছেন, গজনী প্রদেশের গেরু জেলায় রোববার স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এসময়ে এক দল শিশু সেখানে খেলছিল।
নিসার বলেন, রুশ অভিযানের সময়ে পোঁতা এই স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যবশত এতে নয় শিশু প্রাণ হারায়।
এদিকে গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। এদের সকলের বয়স চার থেকে দশ বছরের মধ্যে।
অন্যদিকে আর্ন্তজাতিক রেডক্রস কমিটি জানিয়েছে, আফগানিস্তানে এখনো নিয়মিত অবিস্ফোরিত গোলা ও মাইনের কারণে জীবনহানি ঘটছে। মূলত শিশুরাই এতে নিহত হচ্ছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি