আন্দোলন ও জনসমর্থনে বিএনপির খরা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১১ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির জনসমর্থনের জোয়ার নির্বাচন এবং আন্দোলেই প্রমাণ করতে হবে বলেও জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, গণ জোয়ারের প্রমাণটা কোথায় পাব, নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনেও তাদের খরা নির্বাচনেও খরা। তাদের জোয়ার কোথায় আসলো আমরা দেখলাম না। দেশের মানুষও দেখেনি। আমরা নীতিগতভাবেই ইভিএমের পক্ষে। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। বিএনপি আসলে এনালগ বাংলাদেশ চায়। তারা ডিজিটাল বাংলাদেশ চায় না।