প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
৯ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ, সোমবার।
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক ‘আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস – ২০১৯ ‘ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক আক্তার হোসেন, অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রাফিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক আক্তার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার শামসুদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবু অভিজিৎ রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মাতুব্বর রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আনিসুল হক, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, ভলাকূট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়া, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল মোতালিব মাস্টার, এড. সামস ই তাবরিজ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মো. আব্দুর রহিম।