আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল রিপাবলিকান পার্টি। গতকাল দলের বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাইক পেন্সকে মনোনীত করা হয়।
আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের জন্য ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পরে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মাইক পেন্স।
আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একবার শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা ঝাঁপাব। দল আমার উপরে যে আস্থা রেখেছে, তাতে আমি অভিভূত ও কৃতজ্ঞ।’
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর দেশের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রবীণ নেতা জো বাইডেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডেমোক্র্যাটরা। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সঙগী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভুত ও কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিসকে।
বিভিন্ন জনমত সমীক্ষায় অবশ্য রিপাবলিকান প্রার্থী তথা দেশের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় অনেকটাই এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।