ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় একশত বোতল (১০০) ফেন্সিডিল ও একটি থ্রি হুইলার অটোরিকশাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
আদিতমারী থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে যে, মাদক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে আদিতমারী থানাধীন ভাদাই ইউপি এলাকায় অবস্থানরত অবস্থায় গোপন সংবাদ এর ভিত্তিতে, এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে, আদিতমারী উপজেলার চন্দনপাট গ্রামের সাজু মিয়ার পুত্র মোঃ হোসপন আলী (৪০) এবং কালীগঞ্জ উপজেলার গোড়ল মালগড়া এলাকার মৃত ফজলে করিম ব্যাপারীর পুত্র আবুল কালাম আজাদ (৪২) কে ফেন্সিডিল ও মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত অটো রিকশাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।