মৌলভীবাজার আদালত প্রাঙ্গণে সেবা গ্ৰহীতা ও আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুলাই) বিকেলে মৌলভীবাজার বিচার বিভাগের আয়োজনে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, বিচারপতির সহধর্মীনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণের সদস্য নাফিয়া বানু, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফয়জুল কবীর, জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সহ বিভিন্ন দপ্তরের বিচারকগণ, জেলা আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গরা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরে জেলা শিল্পকলা একাডেমী হল ভবনে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফয়জুল কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি