নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ট্যুরিজম র্বোড ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা এগারো টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি,আত্রাই, নওগাঁ অঞ্জন কুমার দাশ এর সঞ্চলনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন খান তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট আলী, উপজেলা রির্সোস্ট সেন্টার ইন্সট্যাকটর আজহারুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্র্রমূখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও সরকারী অফিসার, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি কর্মশালায় উপস্থিত ছিলেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি