ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ।
ঘোষিত ফলাফলে, ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে এক বছরের জন্য ঢাকা উত্তরের নগরপিতা নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। যেখানে অন্য কোনো প্রার্থীর প্রাপ্ত ভোট তার ধারে কাছেও নেই। আওয়ামী লীগ প্রার্থীর কাছে প্রায় পৌনে ৮ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।
৫৪ ওয়ার্ডের এই সিটি করপোরেশনের মোট ভোটার ৩০ লাখেরও বেশি। কিন্তু ভোট পড়েনি তিনভাগের একভাগও।
সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদেরও নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।