চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মো. জাকির হোসেন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংযোগ কম কর্তা মো. ইব্রাহিম খলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম। এগুলোর মূল্যমান প্রায় আড়াই কোটি টাকার সমান।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি