স্পোর্টস ডেস্ক/S.H:
সময়টা ২০১২-২০১৩ সাল, মাত্র ১৮ বছর বয়সে জাতিবিদ্বেষী টুইট করেন নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ইংল্যান্ড ক্রিকেটার ওলি রবিনসন। মুসলিম মানেই সন্ত্রাস ও এশিয়ার মুসলিম নারী নিয়ে করা মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রবিনসনের বিরুদ্ধে। যদিও কিশোর জীবনের ভুলের জন্য ক্ষমা নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেই চেয়ে নিয়েছেন রবিনসন।
লর্ডসের অভিষেকটা দারুণ ছিল ইংল্যান্ড পেসার ওলি রবিনসনের। বল হাতে দুই ইনিংসে সেরা বলার ছিলেন রবিনসন। শুধু বল হাতেই বাজিমাত করে বসে থাকেনি রবিনসন, দলের হয়ে সুযোগ পেয়ে ৪২ রান করে দলের বিপদে পাশে দাঁড়াতে বিন্দু মাত্র ভুল করেননি রবিনসন। তবে সবকিছুর পরেও সময় ভালো যাচ্ছে না রবিনসনের। সাময়িকভাবে দল থেকে নিষিদ্ধ হলেন রবিনসন। আট বছর আগের জাতিবিদ্বেষী টুইটের ঘটনা ছড়িয়ে পড়ে রবিনসনের টেস্টে অভিষেকের পরেই। সমালোচনার ঝড় উঠলে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) রবিনসনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেন। যদি নিউজিল্যান্ড টেস্ট সিরিজের মাঝেই নিজের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নেন রবিনসন।
এদিকে রবিনসনের শাস্তির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার সাথে ব্রিটিশ ক্রীড়া ও সংস্কৃতি সচিব অলিভার ডাউডেনও মনে করেন শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। তার মতে, “রবিনের মন্তব্য অবশ্যই খুবই বাজে ছিল। কিন্তু কিশোর বয়সের ভুলের জন্য এত বড় শাস্তি একটু বেশি হয়ে গেছে। ইসিবির বিষয়টি নিয়ে আরেকবার ভাবা উচিত।” জানা গেছে বিষয়টি নিয়ে তদন্ত করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকতে হবে রবিনসনকে। গতকাল আরও একটি পুরোনো টুইটের খবর আসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে। বর্তমানে ঐ ক্রিকেটারও খেলছে ইংল্যান্ডের হয়ে এবং সে ১৬ বছর বয়সে জাতিবিদ্বেষী টুইট করেছিলেন। টুইট করার সময় বয়স মাত্র ১৬ বছর হওয়া ঐ খেলোয়াড়ের নাম গোপন রাখা হয়েছে বলে জানান ইসিবি। বিষয়টি নিয়েও তদন্ত চলছে বলে জানান ইসিবি।