মো. কামরুজ্জামান,নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা আটপাড়ায় (১০ই মার্চ)মঙ্গলবার উপজেলা প্রশাসন
ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং বারসিক-এনজিও’র সহযোগিতায় জাতীয় দুর্যোগ দিবস ২০২০
উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ঝুঁকি হ্রাসের পূর্ব প্রস্তুতি-টেকসই উন্নয়নে আসবে গতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১০
ঘটিকায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে
শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলায় ভাইস চেয়ারম্যান
মিজানুর রহমান খান নন্দন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, দুওজ ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আবদুস সেলিম মণি, সমাজকল্যাণ অফিসার মোঃ মমিন আলী মিয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা, প্রকল্প
বাস্তবায়ন অধিদপ্তরের কার্যসহকারী সালেকুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা জনাব শাহাদৎ হোসেন,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীবৃন্দ ও জননেত্র প্রতিনিধি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবালসহ প্রমুখ।