তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আজ মঙ্গলব্বার (১৪ জুন) দেখা যাবে ২০২২ সালের প্রথম ‘সুপারমুন’। নাসার বিবৃতিতে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ আর চন্দ্রপ্রেমীদের জন্য এটি দারুণ একটি খবর।
এই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে এবং এতে করে আমাদের চোখে চাঁদ দেখতে অনেক বড় মনে হবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। আর এই সময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। আগামী বছরের আগস্ট মাসের আগে আর পৃথিবীর এতটা কাছাকাছি আসবে না চাঁদ।
আজ অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। এর ফলে তখন পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘটিত হওয়ার কারণে তখন চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে।
তবে গবেষকদের মতে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এ প্রসঙ্গে তাদের ধারণা, সুপারমুন হচ্ছে কাকতালীয় একটি বিষয়। আর এ বিষয়টি চোখে একটি ভ্রম সৃষ্টি করে মাত্র।
উল্লেখ্য, প্রতিবছরই কোনো না-কোনো সময় এ ঘটনা ঘটে থাকে। এ সময় চাঁদের আকার স্বাভাবিক পূর্ণিমার চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। তবে খালি চোখে এটি নির্ণয় করা কঠিন। আর এ ঘটনায় পৃথিবীর ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, তবে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।