মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোর টাউন হল ময়দানে হাজারো মানুষের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ঐতিহাসিক যশোরমুক্ত দিবস উদযাপিত হয়েছে।১৯৭১ সালে সারা বাংলাদেশের মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা।তারই পরিপেক্ষিতে দিবসটি শুক্রবার(৬ই ডিসেম্বর) যশোর টাউন হল ময়দানে পালন করা হয়।যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।শোভাযাত্রা শেষে যশোর শহরের মণিহার এলাকায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ,মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর উপ প্রধান রবিউল আলম,পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ,সদর উপজেলা শাখার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ আরো অনেকে।