ডিবিএন ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭.১৫ মিনিটে বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ সন্ধ্যা ৭.১৫ মিনিটে প্রধানমন্ত্রী এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বলেন, ‘১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বুধবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৮ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। তবে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে ৭দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে দেশে। যার দরুন গতবারের মতো এবারেও বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না।
উল্লেখ্য, এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।