স্পোর্টস ডেস্কঃ আজ টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ভারত বনাম নিউজিল্যান্ডের কার্যত ‘ডু অউর ডাই’ ম্যাচ। যদিও কাগজে কলমে তা মিলবে না। তারপরও দুই দলই পাকিস্তানের কাছে হেরে এখন প্রথম জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে।
পরিসংখ্যানে দেখা গেছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।
তবে আইসিসি টুর্নামেন্টে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১৪ বার এ পর্যন্ত মুখোমুখি সমর হয়েছে, আর তাতে মাত্র ৩ বার জয় পেয়েছে ভারত।
তাছাড়া কিছুটা এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭ ও ২০১৬ এ নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হয় দুইবার। আর দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।