বিনোদন ডেস্ক /S.H:
আজ ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দে এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করা বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সংগীতস্রষ্টা, দার্শনিক, যার হৃদয় বার বার কেঁদে উঠেছিল অসহায় মানুষের জন্য।
কাজী নজরুল ইসলামের জন্ম এক দরিদ্র মুসলিম পরিবারে। প্রাথমিক শিক্ষা ধর্মীয় স্তরে হওয়া স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি। কৈশোরেই বিভিন্ন থিয়েটারে সাথে কাজ করতে গিয়ে সাহিত্য সম্বন্ধে জ্ঞান লাভ করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীতেও কাজ করেন এরপর তিমি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। একটা সময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করা শুরু করে। এই সংগ্রাম পথে তিনি একে একে প্রকাশ করেন বিদ্রোহী, ভাঙার গান, রাজবন্দী মত অনেক সাহিত্য নির্দেশনা। এই সকল কবিতার তিনি বারবার তুলে ধরেন বাংলার মানুষের উপর অত্যাচারের কথা। সামাজিক অনাচার-শোষন, দাসত্ব প্রথা, ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়ে মানুষকে তার অধিকারের জন্য লড়াই করতে আহবান করে গেছেন। তার লেখা উপন্যাস, ছোট গল্প, গান, নাটক ইত্যাদিতে দারুণ ভাবে প্রকাশ পায় ভালবাসা, মুক্তি, দেশপ্রেম ও অধিকার দাবির বিদ্রোহ। তিনি ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ও ইংরেজি ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন। তিনি বেঁচে থাকবেন সকল বাঙালির হৃদয়ে। কাজী নজরুল ইসলামের মত বিদ্রোহী ও মুক্তির মনোভাব নিয়ে বাংলায় আর কেউ জন্ম নেননি। তাইতো কবি নিজেই বলে গিয়েছিলেন,
“যেদিন আমি হারিয়ে যাব, বুজবে সেদিন বুজবে,
অস্তপারের সন্ধ্যায়তারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুজবে।”