জাতীয় ডেস্কঃ বিশ্ব পর্যটন দিবস আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। ‘পর্যটনে নতুন ভাবনা’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। প্রতিবছর এ দিনটিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য।
পর্যটন দিবস উপলক্ষে আজ সারাদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে পর্যটন করপোরেশন। ভ্রমণপিপাসুদের আগমন উপলক্ষে দেশের পর্যটন হোটেল-মোটেলগুলোকে নতুন করে সাজিয়েছে পর্যটন করপোরেশন।
দিবসটিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি দিবসটি পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ করা যায় পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর।
এদিকে, বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় এক র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সকাল ৮টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভা আগারগাঁওস্থ পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান রয়েছে।
অভ্যন্তরীণ পর্যটকেরা আগ্রহের সাথে বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করার কারণে ধীরে ধীরে দেশের পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে। এতে গতি ফিরছে দেশের পর্যটন শিল্পে।