দীর্ঘ ১৩ বছর পর আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ক্ষুদ্রতম চাঁদ দেখা যাবে। অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে ১৪ থেকে ৩০ শতাংশ ছোট দেখা যাবে এই চাঁদ।এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল ক্ষুদ্রতম চাঁদ। বিজ্ঞানীদের মতে, ক্ষুদ্রতম চাঁদের ক্ষেত্রে চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখায়।দুই লাখ ৫১ হাজার ৬৫৫ মাইল দূরে চাঁদ অবস্থান করলেই একে ছোট চাঁদ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি ১৩ বছর পরপর চাঁদ তার নিজস্ব কক্ষপথ ভ্রমণ করে পৃথিবী থেকে এই দূরত্বে অবস্থান নেয়।এবার পূর্ণিমা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৬ মিনিটে। পূর্ণিমা শেষ হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে।শুক্রবার সন্ধ্যার পর থেকেই এই চাঁদ দেখা যাবে। আকাশ মেঘলা না থাকলে ক্ষুদ্রতম এই চাঁদটি পূর্ণভাবে (ফুল মুন) দেখা যাবে।# আর টি ভি