আজ থেকে শুরু হচ্ছে এক বছর মেয়াদি স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। গতকাল বুধবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পিজিডি প্রোগ্রামের (২য় ব্যাচ) জন্য মোট ১২টি বিষয়ে ভর্তিতে শিক্ষার্থীদের দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিষয়গুলো হলো- ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), শিল্পোদ্যোগ, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেটা অ্যানালাইটিক্স, ফার্মিং টেকনোলজি এবং সাইবার সিকিউরিটি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবশেষ এই প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই।
আগামী ৩০ আগস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি প্রোগ্রামের (২য় ব্যাচ) এই ব্যাচের ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন