স্পোর্টস ডেস্কঃ আজ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ বি হতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান ও স্কটল্যান্ড। আফগানিস্তান বনাম স্কটল্যান্ডের মধ্যকার খেলাটি আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজায় অনুষ্ঠিত হবে।
টি টোয়েন্টি বিশ্বকাপের এবারর স্কটিশ দল যে কোন সময়ের স্কটল্যান্ডের থেকে শক্তিশালী। স্কটল্যান্ড মানসিক দিক থেকেও অনেক তুঙ্গে। সুপার টুয়েলভে আফগানিস্তানের ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের ক্রিকেটার জানান, তারা জয়ের জন্য আজ মাঠে নামবে এবং জয় ছাড়া অন্য কিছু নিয়ে তারা ভাবছে না।
আফগানিস্তানের রয়েছে বিশ্বসেরা বোলিং লাইনআপ। আফগানিস্তান তাদের বোলিং দিয়ে যে কোন দলকে কাবু করার ক্ষমতা রাখে। রাশিদ খান মোহাম্মদ নবীদের নিয়ে গড়া দলটি যে কোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আফগানিস্তান বিশ্বকাপ খেলতে আসার সময় জানিয়েছিল এবার তারা বিশ্বকাপ জিতার জন্য মাঠে নামবে।
রশিদ খান বলেন, নিজেদের দিনে আফগানিস্তান সবার সেরা, আমরা কোন দলকে পরোয়া করি না আমরা মাঠে নামি শুধু জিতার জন্য।
আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলছে। আইসিসির নিয়ম অনুযায়ী যে সমস্ত দল গুলো টি টোয়েন্টি র্যাংকিং এ ১-৮ থাকবে তারা সরাসরি টি টুয়েন্টি বিশ্বকাপ খেলবে। আফগানিস্তান র্যাংকিয়ে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।
উল্লেখ্য, টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত একবারের দেখায় আফগানিস্তান স্কটল্যান্ডকে হারিয়েছিল।