আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে বা পুনরুত্থান রবিবার।
খ্রিস্টধর্ম মতে, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে দেশের সব চার্চে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
খ্রিস্টধর্মে বিশ্বাসীদের মতে, ইস্টার সানডেতে যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুন্ন রাখার স্বার্থে যিশুখ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।
ইস্টার সানডে উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, খ্রিস্টান লীগ এবং ছাত্র যুব ঐক্য পরিষদ নেতারা পৃথক বিবৃতিতে খ্রিস্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, দিনটিকে ঘিরে রাজধানীর গির্জাগুলোতে আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয়েছে।