আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি এবং বিদ্যুতের দাম রকেটের গতিতে বেড়ে চলেছে। দাম বৃদ্ধির এই গতি কমানোর লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।
ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন সম্প্রতি স্লোভেনিয়ায় এক ফোরামে বক্তৃতা করতে গিয়ে বলেছেন, ভিন্ন প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যুতের বাজার গঠন করা হয়েছিল, এখন তা সময়ের প্রয়োজনে সংস্কার করা দরকার। তিনি বলেন, বিদ্যুৎখাতে জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এদিকে, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পিটার ফাইলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি ঠেকাতে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে একমত হয়েছি। চেক প্রজাতন্ত্র এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত, প্রচণ্ড খরা-পরিস্থিতির মধ্যে যখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পরমাণু ও হাইড্রো-ইলেকট্রিক খাতে সংকট চলছে তখন ইউরোপের বাজারে বিদ্যুৎসহ সব রকমের জ্বালানির দাম প্রচণ্ড গতিতে বেড়ে চলেছে।