গত ৩ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৫ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি। এরইমধ্যে অনলাইনেও মিলছে ট্রেনটির টিকিট। এতে স্বস্তি ফিরে এসেছে সিরাজগঞ্জবাসীর।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট দুটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটি বন্ধ হয়ে যায়। আগামী ১৫ নভেম্বর ট্রেনটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ গনমাধ্যমে বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফের চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলস্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে অবস্থিত শহিদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকেই স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময়ের মধ্যে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালু করার দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্বারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এরই প্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি