সাধারণত আমরা প্রতি মাসে একটি পূর্ণিমা দেখতে পাই, কিন্তু কখনো কখনো একই মাসে দুটি পূর্ণিমা ঘটে থাকে। মাসের এই দ্বিতীয় পূর্ণিমাটিই হচ্ছে ব্লু মুন। ব্লু মুনের বিরলতা এবং অনন্য দৃশ্যের কারণে জেন জি-দের মধ্যে এটি খুব প্রিয়। এবার ২০২৪ সালের ব্লু মুন দেখা যাবে আগামী ১৯ আগস্ট, রোজ সোমবার। আবহাওয়া অনুকূলে থাকলে এটি বাংলাদেশের আকাশ থেকেও দৃশ্যমান হবে।
এটি চন্দ্রচক্রের প্রায় ২৯.৫ দিনের দৈর্ঘ্যের কারণে উদ্ভূত হয়, যার ফলে কখনো কখনো একই মাসে দেখতে পাওয়া যায় দুটি পূর্ণিমা। এছাড়া একটি ঋতুতে তৃতীয় পূর্ণিমা হয়, যেখানে স্বাভাবিক তিনটির পরিবর্তে চারটি পূর্ণিমা হলে হয় ব্লু মুন। এই পূর্ণিমার নাম নীল চাঁদ হলেও এই দিনের চাঁদ দেখতে নীল রঙের হয় না। আগামী সোমবার চাঁদ তার পূর্ণ পর্যায়ে পৌঁছাবে আনুমানিক রাত ০২:৫৬ মিনিটে। এই সময় সূর্য এবং চাঁদ থাকবে পৃথিবীর বিপরীত দিকে। স্থানীয় আবহাওয়া এবং দৃশ্যমানতার উপর নির্ভর করে তার পূর্ণ মহিমায় দেখতে পাওয়া যাবে নীল চাঁদ।
প্রসঙ্গত, সারা বিশ্বে ব্লু মুন দৃশ্যমান হলেও স্থানীয় আবহাওয়া এবং আলো দূষণের মাত্রা দ্বারা দেখার অভিজ্ঞতা প্রভাবিত হয়। আলো দূষণ কমানোর জন্য শহরের আলো থেকে দূরে কোথাও গিয়ে দেখতে হবে। নীল চাঁদ খালি চোখে দেখতে পাওয়া গেলেও ভালো অভিজ্ঞতার জন্য দুরবিন বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি