আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির টানাপোড়েনে আওয়ামী লীগের কিছু করার নেই। তাদের চেয়ারম্যান কে হবে, বিরোধী দলের নেতা কে হবে- এটা তারাই নির্ধারণ করবে। এ নিয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ।শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার যাকে চাইবে তিনিই বিরোধী দলীয় নেতা হবেন- বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা মিথ্যা কথা। বিরোধীদলীয় নেতা যিনি নিয়ম অনুযায়ী হবেন, তাকেই স্পিকার নির্বাচিত করবেন। এখানে আমাদের পার্টির কোনও কিছু বলার নেই। আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না।ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে। রাজনীতি মানে অস্ত্রবাজি না, শিক্ষাগ্রহণ করে জনসেবা করা। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতিকরা ভাবেন পরবর্তী নির্বাচনে কী হবে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্মের কী হবে।এদিকে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, রংপুর-৩ আসনে উপনির্বাচনের জন্য ১৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। আজ (শনিবার) মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারে কেউ প্রার্থিতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্যে থেকেই প্রার্থী ঠিক করব।