আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদ ক্ষমতায়। ৭৫ সালের পর মনে হয়নি আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে পারবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যার পর দলের নেতারা রাতারাতি বদলে গেছেন। তখন বি,এন,পি’র জন্ম হয়নি। প্রথমে খুনী মোশতাক পরে জিয়ার মন্ত্রী সভায় যোগ দিতে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। প্রায় নিষিদ্ধ হয়ে পরেছিল আওয়ামী লীগ। দলের অভ্যান্তরেও ছিল কোন্দল। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে না এলে দলের অবস্থান কি হত, ভাবতেই ভয় লাগে। ২১ বছর রাজপথে সংগ্রাম করতে হয়েছে নেতা-কর্মীদের। জীবন দিতে হয়েছে অনেককে। দুর্দিনের সেই নেতা-কর্মীরা অনেকেই এখন স্বক্রিয় নেই। বিভিন্ন রঙের মূজিব কোট পরা নেতাদের আগে দেখা যায়নি রাজপথে। দল ক্ষমতায় আসার পর ত্যাগী নেতারা পেছনে পরে গেছেন নতুনদের ভিড়ে। ত্যাগী নেতা-কর্মীদের খোঁজ পরে শুধু নির্বাচন এলে। নির্বাচিত নেতারা এলাকায় যাননা, জনগনের সঙ্গে সম্পর্কটিও রাখেননা। একবার নির্বাচিত হলে ছেলে, মেয়ে, বউ নাতি পর্যন্ত পদটি ধরে রাখেন। দলের নিবেদিত কর্মীদের সামনে আসতে দেননা। বলয় সৃষ্টি করে রাখেন পোষা বাহিনী দিয়ে। কিছু কিছু নির্বাচনি এলাকার চিত্র সংবাদ মাধ্যমেও প্রচার হয়েছে। উড়ে এসে জুড়ে বসা এই নেতাদের অপকর্মের খেসারত দিতে হচ্ছে দলকে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে তা আর কোন সরকার পারেনি- পারবেও না। এত সব উন্নয়নের পরও দেশের মানূষের মনে বিরূপ ভাবনা কেন? কারন বেশীরভাগ জনপ্রতিনিধি এলাকার সাথে সম্পর্ক রাখেননা। দলের নেতা-কর্মীদেরকেও অবজ্ঞা অবহেলা করেন চরমভাবে। আজ্ঞাবহ তাবেদার দালাল যোগাড় করে নিজের অবস্থান প্রচার করেন নির্বাচনি এলাকায়। ফুঁসে উঠেছে মানূষ, দলের কর্মীবাহিনীও। সরকারের মেয়াদ দুই বছর পুর্ন হয়ে যাবে, পরবর্তি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আগামি বছর থেকেই। এখন থেকে প্রত্যন্ত এলাকায় দল গঠনে ব্যর্থ হলে জাতীয় নির্বাচনের ফলাফল বিপদ ডেকে আনতে পারে আওয়ামী লীগের জন্য। এখন দলে কোন সাংগঠনিক কার্যক্রম নেই, সকলেই শুধু দলনেত্রীর নজরে পরতে নিজেদের মত শো ডাউন করে চলেছে। নীতিনির্ধারক এবং নেতৃত্বকে বিষয়টি নিয়ে ভাবা উচিৎ। সরকারের সাফল্য আর উন্নয়ন ভোটে প্রভাব ফেলবেনা। নেতা-কর্মীদের কার্যক্রম না থাকলে সরকার শক্তিশালী হলেও দলের অবস্থান দুর্বল হয়ে পরবে। সুযোগ সন্ধানিরা দলের জৌলুস বৃদ্ধি করলেও দলকে সংগঠিত রাখতে ত্যগী নেতা-কর্মীদেরকেই সামনে আনতে হবে। চাটুকারদের নমুনা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। বিষয়টি ভাবার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ রইল।
আজিজুর রহমান প্রিন্স
টরন্টো,কানাডা
৩১ অক্টোবর ২০২০