প্রদীপ কুমার দেবনাথ, স্টাফরিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ নেতা, জেলা পরিষদ সদস্য ও সাবেক ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফারুকুজ্জামান ফারুক নিজ উদ্যোগে COVID-19 এ ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন। চাল, আটা, তেল, লবণ, পেঁয়াজ, সাবান, চিনি, আলু এসব নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে সাজানো প্যাকেট অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে তুলে দেন।
মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারা বাংলাদেশে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মতো তিনিও সাড়া দিয়ে ফান্দাউক ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন প্রান্তে ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করছেন। তাছাড়া দলীয়ভাবে ত্রাণ বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক সময় সাধারণ জনগণের ফোন পেয়ে তিনি স্ব শরীরে অথবা ব্যক্তি মাধ্যমে তাৎক্ষণিক ত্রাণ ভুক্তভোগীর বাড়িতে পৌঁছিয়ে দিচ্ছেন। ত্রাণ অনেকেই আনন্দিত। উচ্ছ্বসিত প্রশংসা করছেন তারা এ নেতার জন্য।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, এ পর্যন্ত এত কষ্টে থাকার পরও আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কিছুই দেয়নি। অনেক দিন যাবত বহু কষ্টে দিন কাটাচ্ছি। আজকে এ ত্রাণ পেয়ে আমরা মহাখুশি। ফান্দাউক ইউনিয়নের প্রায় শতাধিক লোকের মাঝে তিনি এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় এ আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে আমার এ উপহার অব্যাহত থাকবে।
এ সময় তিনি মাননীয় সাংসদ আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম সাহেবের প্রশংসা করে বলেন, নাসিরবাসীকে করোনাকালীন সংকট উত্তরণে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আমরাও তার সাথে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছি। একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগই শুরু থেকে এখন পর্যন্ত জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।