১৬ আগস্ট ২০১৯ খ্রিঃ, শুক্রবার।
প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)
আজ পৃথক দুটি জনসভায় ব্রাহ্মণবাড়িয়া – ০১ ( নাসিরনগর) আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামীলীগ নামধারী বহুরূপী নেতাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন,
দলের মধ্যে থেকে দলের কর্মীদের অবজ্ঞা করা, বিএনপি – জামাতের সাথে আঁতাত করে প্রকৃত আওয়ামীলীগারদের ক্ষতি করা, নির্বাচনে গোপনে বিরোধী জোটকে সাহায্য করা, দলীয় কর্মকাণ্ডের বিরোধিতা করা, দলীয় তথ্য পাচার করা, আওয়ামীলীগের নাম ব্যবহার করে সংখ্যালঘুদের জমি দখল, ধর্মীয় কাজে বাঁধা প্রদান করা, দলীয় সিদ্ধান্ত না মানা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। এ ধরনের কাজ যারা করছে তাদের তথ্য আমার কাছে আছে। তাদের এ ব্যাপারে কঠোর ম্যাসেজ দিয়ে গেলাম আর কোনদিন এ ধরনের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি ফান্দাউক ইউনিয়নের ইতিমধ্যে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা বলেন এবং ফান্দাউককে একটি আদর্শ ইউনিয়ন গঠনের অঙ্গীকার করেন।
এ সময় ১৫ ই আগস্টে স-পরিবারে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনকের হত্যাকান্ডের নিন্দা করেন এবং বলেন, ১৯৭৫ এর এর হত্যাকারীরা ইতিহাসের সবচেয়ে ঘৃণিত মানুষ হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে। সারাবিশ্বে এরা কুলাঙ্গার হিসেবে পরিচিত। এরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু তাঁর সুযোগ্য কন্যা তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে সারাবিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার হাতে আজকের বাংলাদেশ উন্নয়নের রুল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে আজকের প্রধানমন্ত্রীর হাত ধরেই সেটা সম্ভব।
পরে মাননীয় সাংসদ আওয়ামীলীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সাবেক ফান্দাউক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফারুকুজ্জামান ফারুক, ফান্দাউক ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুছন মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা জনাব আঃ রহিম, আওয়ামিলীগ নেতা ও উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব লিয়াকত আব্বাস টিপু, আওয়ামিলীগ নেতা অরুনজ্যোতি ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, যুবলীগ নেতা লিটন দেবনাথ প্রমূখ।