আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বিরত রাখতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলাম।
আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্টে এ রিটটি দায়ের করেন তারা। এছাড়া আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়েও আরেকটি রিট করেন প্রথমে তাঁরা।
জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এই দুই রিটের শুনানি অনুষ্ঠিত হবে। প্রথম রিটে আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
আর দ্বিতীয় রিটে এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে কোনো রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখা হবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
উক্ত রিট দুটি দায়েরের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা জানানো হয়। ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি