শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক সনাত জয়সুরিয়াকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। মূলত দুর্নীতি সংক্রান্ত তদন্তে সহযোগিতা না করায় এই নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এর ফলে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট সংক্রান্ত কোন কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না জয়সুরিয়া।
গেলো বছরে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরায় ক্রিকেটে ফিক্সিংয়ে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার পর ক্রিকেট দুনিয়ায় ঝড় উঠে। ফিক্সিংয়ের প্রমাণ মিলে ২০১৬ এ ২০১৭ সালে শ্রীলঙ্কান অনুষ্ঠিত দুটি টেস্ট ম্যাচে লঙ্কান পিচ কিউরেটর ও বেশ কয়েকজন ক্রিকেটার ফিক্সিং জড়িত ছিলেন। ঐ সময়ে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা জয়সুরিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। তার প্রেক্ষিতে জয়সুরিয়ার কাছে তদন্তের সহযোগিতা চাইলে। তিনি কোন প্রকার সহযোগীটা তো না করে তদন্ত বিলম্ব এবং তদন্ত ভুল ভাবে পরিচালিত করার জন্য তথ্য নষ্ট করনে জয়সুরিয়া। দীর্ঘ এক বছরের তদন্তের সার্বিক পর্যালোচনার পর জয়সুরিয়ার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেয় আইসিসি।
সূত্র : সময় নিউজ