স্পোর্টস ডেস্কঃ আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মে মাসের সেরা তিন খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। চট্টগ্রাম ও ঢাকা টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে এই স্বীকৃতি পেলেন মিস্টার ডিপেন্ডেবল। গত রবিবার মে মাসের সেরা নির্বাচনের জন্য মনোনীত তিনজনের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে মে মাসের সেরার তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও পেসার আসিথা ফার্নান্দো।
এর আগে গত বছরের মে মাসেও মুশফিক আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পরও ঘরের মাটিতে তার জন্য গত টেস্ট সিরিজটি স্মরণীয় ছিল। দুই টেস্টে ৩০৩ রান করে তিনি ছিলেন সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ম্যাথুজের মতো তিনিও করেন দুটি সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি।
মিরপুর টেস্টে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যখন ১৬ রানে ৩ উইকেট হারায় তখনি মুশফিক ক্রিজে নামেন। স্কোরবোর্ড একসময় হয়ে যায় ৫ উইকেটে ২৪ রান। লিটনকে সঙ্গে নিয়ে সেখান থেকে মুশফিক ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে ২৭২ রানের জুটি গড়েন আর ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
এত চেষ্টার পরেও ১৭৫ রানের সাহসী ইনিংস খেলা মুশফিকের দুর্ভাগ্য বাকি ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের স্বাদ পেতে হয়। দারুণ ইনিংসে অবশ্য টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ উপরে উঠে এখন ১৭তম অবস্থানে মুশফিক।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষেই দুই টেস্টে ২ সেঞ্চুরিসহ ৩৩৪ রান করে মনোনীত হয়েছেন ম্যাথুজ। আরেক লঙ্কান ক্রিকেটার আসিথা সিরিজে ১৩ উইকেট নিয়ে সেরার দৌড়ে।