ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আজ মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এই দল নির্বাচন করা হয়েছে।
সব মিলিয়ে ব্যাটিংয়ে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৬৬ গড়ে ৩৩০ রান করেন মিরাজ। বল হাতে ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে তার শিকার ২৪ উইকেট।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একাদশে অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
১) বাবর আজম (অধিনায়ক)
২) ট্রাভিস হেড
৩) সাই হোপ
৪) শ্রেয়াস আয়ার
৫) টম ল্যাথাম (উইকেটরক্ষক)
৬) সিকান্দার রাজা
৭) মেহেদী হাসান মিরাজ
৮) আলজারি জোসেফ
৯) মোহাম্মদ সিরাজ
১০) ট্রেন্ট বোল্ট
১১) অ্যাডাম জাম্পা।