গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর অভিনেতা শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলি খানকে। আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেয়া হতে পারে সাইফকে।
সাইফ আলির জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তার দেখভাল করছেন। বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এর আগে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, অস্ত্রোপচারের পর অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।
সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন। সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন পতৌদির নবাব।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৯ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি