আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদৌ গন কুলিবালি মারা গেছেন। ৬১ বছর বয়সে বুধবার মারা যান তিনি। আইভরি কোস্ট সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
জনা গেছে, আগামী অক্টোবরে আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল আমাদৌ গন কুলিবালির। দুই মাস ফ্রান্সে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে আসেন কুলিবালি। ২০১২ সালে কুলিবালির হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। হৃদরোগের চিকিৎসার জন্য গত ২ মে ফ্রান্সে গিয়েছিলেন তিনি ।
কুলিবালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইভরি কোস্টের রাষ্ট্রপতি ইউয়েত্তারা। এক টুইট বার্তায় ইউয়েত্তারা বলেন, কুলিবালির মতো একজন রাষ্ট্রনায়কের স্বদেশের প্রতি আনুগত্য, নিষ্ঠা ও ভালবাসাকে আমি সালাম জানাই।
এদিকে কুলিবালির মতো জনপ্রিয় প্রার্থীর মৃত্যুর ঘটনায় আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।