ইদানীং প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণের ঘটনা ঘটছে, তেমনই ঘরে থেকেও দুর্ঘটনার প্রায়ই গনমাধ্যম থেকে জানা যাচ্ছে। এতে হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এতদিন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আগুনে পুড়লেও আইফোনকে অনেকেই নিরাপদ হিসেবেই বিবেচনা করে থাকলেও এবার চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী আহতও হয়েছেন।
জানা গেছে, রাতে ঘুমানোর সময় ওই নারী তার স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এই ঘটনার জেরে ওই নারীও আহত হয়েছেন।
প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, ওই নারী এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।
এদিকে ফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগ জানিয়েছে, ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি পরিবর্তন হয়েছে কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এছাড়া টেক জায়ান্ট অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনটি আগে রিপিয়ারিং হয়েছে কিনা তাও জানা প্রয়োজন।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি