স্পোর্টস ডেস্কঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টায় আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। প্রথম ম্যাচেই মুখোমুখি রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ও ধোনির চেন্নাই সুপার কিংস। একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন হয় মুম্বাই। আর তিনবার শিরোপা জিতে ট্রফি জেতায় দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। চলতি সিজিনের দুই দলের প্রথম খেলায় চেন্নাইকে ৪ উইকেটে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। শেষ বল পর্যন্ত যায় খেলাটি। এবার ধোনি বাহিনী তার বদলা নিতে প্রস্তুত হয়ে আছে ।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশঃ
আজ রাতের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশের মধ্যে বিগত খেলায় যে একাদশ নিয়ে খেলছে সেই একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাদের । তবে দলে থাকতে পারেন- কুইন্টন ডি কক, রোহিত শর্মা, ইশান কিশান, সূর্য কুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জিমি নিসম/নাথান কুলটেননায়ল, জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশঃ
ফফ ডু প্লেসিস, ঋতুরাজ গাইকড,ময়েন আলী,সুরেশ রায়না,আম্বতি রায়াডু, এম এস ধোনি,রবীন্দ্র জাদেজা,শার্দূল ঠাকুর,ডিজে ব্রাভো,যশ হ্যাজেলউড,দীপক চাহার ।