স্পোর্টস ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার এবারের আইপিএল ২০২০ এর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটিয়েছে শ্রেয়স আইয়ার শিবির।
রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান, মার্কাস স্টইনিস ও শিমরোন হেটমায়ারের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তোলে রাজধানী শিবির। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে ১৩ বছরে প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস।