স্পোর্টস ডেস্ক, মোস্তাফিজুর রহমানঃ এবারের আইপিএল-২০২০ এ ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছিল দিল্লী। আর প্রতিপক্ষ দল মুম্বাই চারবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট ছিল মুম্বাই। আর শেষ পর্যন্ত হলও তাই। ৫ উইকেটে দিল্লি-বধ করে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন হল মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি ঘরে তুললেন রোহিত শর্মারা। ৮ বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসের ১৫৬/৭ স্কোর পেরিয়ে গেল মুম্বাই।
আইপিএল ফাইনালের শুরুতেই চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পরপর ফিরে গিয়েছিলেন আগের ম্যাচের নায়ক মার্কাস স্টোইনিস। আউট হয়ে যান অজিঙ্ক রাহানে ও শিখর ধাওয়ানও। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাল্টা লড়াইটা শুরু করেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ঋষভ ৩৮ বলে ৫৬ রান করেন। শ্রেয়স অপরাজিত ছিলেন ৪৯ বলে ৬৪ রানে। চতুর্থ উইকেটে ৬৯ বলে ৯৬ রান যোগ করে পন্থ-আইয়ার জুটি। ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালস সংগ্রহ ১৫৬/৭।
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ১৫৬/৭ স্কোর তাড়া করতে নেমে ভালই শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসের ১৫৬/৭ স্কোর পেরিয়ে জয় পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৫১ বলে করেন ৬৮ রান। ইশান ১৯ বলে ৩৩ রান করে থাকেন অপরাজিত।