আইপিএল-২০২০ এর ৫২ তম ম্যাচ এ ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারাল।
প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেছিলেন ডেভিড ওয়ার্নার। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন হায়দরাবাদের অধিনায়কের।
সেই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর রাস্তাও খোলা রাখলেন ডেভিড ওয়ার্নাররা।
সেই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর রাস্তাও খোলা রাখলেন ডেভিড ওয়ার্নাররা।
অন্যদিকে, আইপিএল ২০২০-এর নক আউটে পৌঁছনোর লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে গেল আরসিবি। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি।
আর নেতা ডেভিড ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানান সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। ব্যাট খুলতেই পারলেন না বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা। দুর্দান্ত ফর্মে থাকা আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল আজ মাত্র ৫ রান করে আউট হয়ে যান। ৭ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলিও। স্বভাব-বিরুদ্ধ ২৪ বলে ২৪ রান করে আউট হতে হয় এবি ডিভিলিয়ার্সকে। তাঁকে বাক্সবন্দি করে ফেলেন রশিদ খান, শাহবাজ নাদিম। ৩১ বলে ৩২ রান করেন আরসিবি-র দ্বিতীয় ওপেনার জোশ ফিলিপ। ২৪ বলে ১৫ রান করেন গুরকিরত সিং মান। সানরাইজার্স হায়দরাবাদের সব বোলারই লাইন টু লাইন বল করে আরসিবি ব্যাটসম্যানদের কার্যত বেঁধে ফেলেন। ফলে অধৈর্য হয়ে বেঙ্গালরুর ব্যাটসম্যানরা উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে আসেন বলা চলে। হায়দরাবাদের হয়ে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে রান দিয়ে ২ উইকেট নেন জেসন হোল্ডার। সানরাইজার্সের জার্সিতে একটি করে উইকেট নেন টি নটরাজন, রশিদ খান ও শাহবাজ নাদিম।
জবাবে ৩৫ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী দলের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন ঋদ্ধিমান সাহা।