স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে বিশ্রামের উপায় নেই ক্রিকেটারদের। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসর আর আসর শেষেই ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূচি অনুযায়ী আগামী ২৯ মে হবে আইপিএলের ফাইনাল এবং শেষ হওয়ার আটদিন পর ৯ জুন থেকে দিল্লিতে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ১২ জুন কর্নাটকে, তৃতীয় ম্যাচ ১৪ জুন বিশাখাপত্তনমে, রাজকোট ১৭ জুন চতুর্থ ম্যাচ ও ১৯ জুন বেঙ্গালুরুতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে।
আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত পাঁচটি শহরে ম্যাচ আয়োজন করার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএলে খেলছেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মাঝে আছেন কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডুয়ান প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডাসেন, লুঙ্গি এনগিদি ও আনরিখ নরকিয়া। আইপিএল শেষে দেশে ফিরবেন না তারা। স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাই এদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ভারতের মাটিতে ২০২০ সালের মার্চে সবশেষ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ছিল ওয়ানডে সিরিজ। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোভিড হানা দেয়ায় বাতিল হয়ে যায় সিরিজটি।