৭ উইকেটে পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে লিগ শীর্ষে এখন দিল্লির অবস্থান । ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন পন্থ অ্যান্ড কোং আইপিএলের ফার্স্ট বয়।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হওয়ায় অধিনায়ক রাহুল ভর্তি রয়েছে হাসপাতালে। তার পরিবর্তে ময়াঙ্ক আগরওয়াল স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসাবে টস করতে আসেন। অধিনায়কের বাড়তি দায়িত্ব নিয়ে নিজেকে পঞ্জাবের জন্য মেলে ধরার অনেক চেষ্টা করেন ময়াঙ্ক আতরওয়ালা। মাত্র ৫৮ বলে ৮ টি চার ও ৪ টি ছয় মেরে ৯৯ রানের দারুণ ইনিংস খেলে নতুন এই অধিনায়ক। ডাভিড মালানের ব্যাট থেকে আসে ২৬ রান এবং ক্রিস গেইল করেন ১৩ রান। এছাড়া দলের কোনও ক্রিকেটার ২০-র গণ্ডী টপকানো তো দূরের কথা, অনেকে ১০ রানও করতে পারেনি। মোট ১৬৬ রানের ইনিংস খেলে পঞ্জাব কিংস। দিল্লির হয়ে কাগিসো রাবাদা তুলে নেন তিনটি উইকেট। রান তাড়া করতে নেমে ঋষভ পন্থের দলের তেমন কোনো সমস্যার মুখমুখি হতে হয়নি। বরাবরের মতই পৃথ্বী শ ও শিখর ধাওয়ান ওপেন করতে নামেন। পৃথ্বী করেন ২২ বলের ঝোড়ো ৩৯ রান এরপর ধাওয়ান বুঝেনেন বাকিটা। তিনি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকে ৪৭ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দিল্লিকে নিয়ে যায় জয়ের দুয়ারে। তবে কিছুটা সঙ্গ দেন স্টিভ স্মিথ (২৪), পন্থ (১৪) ও শিমরন হেটমায়াররা ১৬। ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় দিল্লি এর সুবাদেই দিল্লি এখন শীর্ষে।