স্পোর্টস ডেস্কঃ আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় আইপিএলের বহুল প্রতীক্ষিত ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। কার হাতে শিরোপা যাবে সেটা নিয়ে চলছে বেশ জল্পনা।
গুজরাট টাইটান্স এবারই প্রথম আইপিএল খেলছে। দলটির নেতৃত্বে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার নেতৃত্বে শুরু থেকেই আছে ফ্রাঞ্জাইজিটি। শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। চলতি আসর শুরুর ক’দিন পরই পৃথিবী থেকে বিদায় নেন ওয়ার্ন। এবার রয়্যালস শিবির শিরোপাটা ঘরে তুলে ওয়ার্নকে উৎসর্গ করতে চায় তারা।
প্রথম আসরে ফাইনাল খেললেও এরপর আর শিরোপার মঞ্চে যাওয়া হয়নি রাজস্থানের। দীর্ঘ ১৩ বছরের এই অপেক্ষা ঘোচানোর মূল নায়ক জস বাটলার। এই ইংলিশ ব্যাটারের অতিমানবীয় পারফরম্যান্সে ফাইনালের মঞ্চে রাজস্থান। এক আসরের সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। প্রায় ৫৯ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৮২৪ রান। ফাইনালেও তার ব্যাটের দিকেই তাকিয়ে রাজস্থান। ফর্মে আছেন অধিনায়ক সাঞ্জু সামসনও। ১৬ ম্যাচে তিনি করেছেন ৪৪৪ রান। বল হাতে মূল দায়িত্বটা পালন করতে হবে চাহালকে। এখন পর্যন্ত আসরে যৌথভাবে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। ছন্দে আছেন বোল্ট-কৃষ্ণারাও। ফাইনালেও তাদের কাছ থেকে সেরাটাই চায় রাজস্থান।
উল্লেখ্য, চলতি আসরে রাজস্থানের বিপক্ষে দুই বারের দেখাতেই জয় পেয়েছে গুজরাট। ব্যাট হাতে যেখানে দারুণ খেলেন ডেভিড মিলার ও হার্দিক পান্ডিয়া। তবে লড়াইটা হবে মূলত গুজরাটের বোলিংয়ের সঙ্গে রাজস্থানের ব্যাটিংয়ের। শামি-রাশিদ খানদের কীভাবে সামলান বাটলার-সামসনরা, সেটাই এখন দেখার পালা।
অবশ্য ফাইনালের আগে একটা পরিসংখ্যান গুজরাটকে এগিয়ে রাখছে । সবশেষ চার আসরে ফাইনাল খেলা দুই দলের লিগ পর্বের ম্যাচে যারা জয় পেয়েছে, শিরোপাও গেছে তাদের ঘরেই। আর সেই ধারা এবার ভাঙার চ্যালেঞ্জ রাজস্থানের সামনে।