পাকিস্তান সুপার লিগের ( পিএসএল) দল মুলতান সুলতানসের ডাক পেয়েও রাজি হলেন না তাসকিন আহমেদ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে পূর্ণ ফিট হতে পুনর্বাসনে জোর দিচ্ছেন ২৭ বছর বয়সী এই পেসার।
গত বছর প্রথমবারের মতো দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের সামনে। আইপিএলের দল সুপার জায়ান্টস সেবার যোগাযোগ করে তাসকিনকে পেতে। কিন্তু জাতীয় দলকে প্রাধান্য দিয়ে আইপিএলকে ‘না’ বলে দেন তাসকিন।
আইপিএলের পর পিএসএলকেও একইভাবে না বলে দিলেন তাসকিন আহমেদ। সাদা বলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণে বড় হাতিয়ার তাসকিন। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ফলটা বাংলাদেশের পক্ষে চাইবে টিম ম্যানেজম্যান্ট। তাই পূর্ণ ফিট তাসকিনের কোনো বিকল্প নেই টাইগারদের জন্য। চলতি বিপিএলের শেষ দিকে চোটে পড়েন তাসকিন, খেলেননি লিগ পর্বের শেষ ম্যাচ। ভারত সিরিজেও ইনজুরি নিয়ে ভুগেছিলেন তাসকিন। তাই তো ইংল্যান্ড সিরিজের আগেই সতর্ক এই গতি তারকা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে আজ সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘বোর্ড থেকে অনারিয়াম দিয়েছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্রাইঞ্চাইজি খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই লক্ষ্য। আইপিএল খেলতে পারিনি বলে আক্ষেপ নেই। ভালো করলে সামনে আরও সুযোগ আসবে’।
এবারের পিএসএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। পিএসএলের ড্রাফট থেকে বাংলাদেশের প্রায় ৩০ ক্রিকেটার নিবন্ধন করলেও দল পাননি কেউ। পরে পেশওয়ার জালমির হয়ে সরাসরি চুক্তিতে দল পান সাকিব। বিপিএলে এলিমিনিটর থেকে বাদ পড়েই সাকিব পাড়ি দেন পাকিস্তানে। তবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই দলে যোগ দিবেন সাকিব।