কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বদৌলতে চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া এবার অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৩ ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারের কোম্পানি হয়ে উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, এনভিডিয়ার শেয়ারের দাম গত বুধবার ৫ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ২২৪ ডলারে দাঁড়িয়েছে। উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ উৎপাদন কোম্পানির চিপের চাহিদা বাড়িয়েছে। জায়ান্ট এনভিডিয়ার বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১ হাজার ২০০ কোটি ডলার। আর অ্যাপলের শেয়ার শূন্য দশমিক ৮ শতাংশ কমে কোম্পানিটির বাজার মূলধন এখন ৩ লাখ ৩০০ কোটি ডলার বা ৩ দশমিক ০০৩ ট্রিলিয়ন ডলার। অপরদিকে তালিকার শীর্ষে থাকা মাইক্রোসফটের শেয়ারদর ১ দশমিক ৯ শতাংশ বেড়ে কোম্পানিটির বাজার মূলধন ৩ লাখ ৫০ হাজার কোটি বা ৩ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া মূলত কম্পিউটারের গ্রাফিক্স চিপ তৈরির জন্য পরিচিত ছিল। এআই বিপ্লবের আরও অনেক আগে থেকেই কোম্পানিটি তাদের চিপগুলোতে মেশিন লার্নিং বান্ধব সুবিধা যোগ করা শুরু করে। এই বৈশিষ্ট্যই কোম্পানিটিকে বাজারে আজকের অবস্থান গড়তে সহায়তা করেছে।
এছাড়া এনভিডিয়া গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানির চতুর্থ প্রান্তিক ও ২০২৩-২৪ অর্থবছরের ফলাফল প্রতিবেদন প্রকাশ করে। কোম্পানিটির ফলাফল বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাপিয়ে যায়। ওই প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ১০ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেশি। ওই অর্থবছরে তাদের আয় ছিল ৪০ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি। কোম্পানিটির দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে তাদের জিপিইউ ও এআইভিত্তিক পণ্যগুলো বিশেষ ভূমিকা রেখেছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি