অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (৩০ নভেম্বর)। দুই দলেই দারুণ সব পেসার থাকায় জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। উইন্ডিজ ক্রিকেটার ব্র্যাথওয়েট জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ ওভার ব্যাট করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার আগে ব্র্যাথওয়েট জানান, তার দলে এমন সব ব্যাটার রয়েছে যারা ১০০ ওভার ব্যাট করার সামর্থ্য রাখে। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ১০০ ওভার ব্যাট করা। আমাদের এমন অনেক ব্যাটার রয়েছে যাদের সেই সামর্থ্য রয়েছে। এখন তাদের এমন ইনিংস মাঠে দেখাতে হবে। তাদের খেলার ধরনে পরিবর্তন আনা যাবে না।’
প্রস্তুতি ম্যাচে ট্যাগনারায়ণ চন্দরপল দারুণ খেলেন। সেই ট্যাগনারায়ণকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত ব্র্যাথওয়েটও। তিনি বলেন, ‘তার ধৈর্য্য অনেক বেশি এবং রক্ষণও ভালো। প্রস্তুতি ম্যাচে সে আমাদের জন্য উদাহরণ হয়ে ছিল। আমি মনে করি সে দারুণ ক্রিকেটার হবে এবং তার বাবার থেকেও ভালো করবে।’
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে মাঠে নামবে এই দুই দল।