অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাস উল্টে ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় বাসে ৫০ জন বিয়ের যাত্রী ছিলেন। এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় রোববার (১১ জুন) বেলা সাড়ে এগারোটা নাগাদ অস্ট্রেলিয়ার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলটি আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত। এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।
এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি