ইউক্রেন রাষ্ট্রদূতের আনা অভিযোগের পর অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ করলো টেনিস অস্ট্রেলিয়া।
সোমবার (১৬ জানুয়ারি) রাশিয়ার কামিলা রাখিমোভাকে ৫-৭, ৭-৬ (১০-৮), ১-৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ইউক্রেনের কাতারিনা বেইন্দল।
যদিও এই টুর্নামেন্টে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়রা নিজের দেশের পরিচয়ে খেলতে পারছেন না। তাদের খেলতে হচ্ছে নিরপেক্ষ হিসেবে। কিন্তু মেলবোর্ন পার্কে কাতারিনার জয়ের ম্যাচে রাশিয়ান পতাকা হাতে দেখা গেল এক সমর্থককে। তা দেখে রীতিমত ক্ষোভে ফুঁসে ওঠেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল মিরোশিনচেঙ্কো।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টুইটারে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে আজ (গতকাল) কাতেরিনা বেইনদলের খেলার সময় জনসম্মুখে রাশিয়ান পতাকা প্রদর্শন করায়, আমি শক্তভাবে এর প্রতিবাদ করছি। আমি টেনিস অস্ট্রেলিয়াকে অবিলম্বে ‘নিরপেক্ষ পতাকা’ নীতি কার্যকরের আহবান জানাই।’
ইউক্রেনের রাষ্ট্রদূতের অভিযোগের পরপরই আজ দুই দেশের পতাকা নিষিদ্ধ করেছে টেনিস অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ। আমাদের প্রাথমিক নীতি ছিল এই যে, সমর্থকরা পতাকা আনতে পারবেন কিন্তু খেলায় এর মাধ্যমে কোনো বিঘ্ন ঘটাতে পারবেন না। গতকাল আমরা দেখেছি কোর্টের পাশেই পতাকা প্রদর্শন করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হয়েছে। টেনিস উপভোগের জন্য সম্ভাব্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’