মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে ৪০ বছর ধরে ভিক্ষা করছে হোসেন মিয়া ভাগ্যে জুটেনি কোন ভাতার কার্ড বলে সংবাদিক খোরশেদ আলমের ফেসবুক আইডিতে নিউজ ভাইরাল হয়। সেই নিউজটি মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের দৃষ্টিগোচর হলে ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের কে বিষয় টি দেখার জন্য বলেন। কাজী আবুল খায়ের চেয়ারম্যান সাথে সাথে বিষয় টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে আজ বুধবার সকালে হোসেন মিয়া কে ইউনিয়ন পরিষদে ডেকে আনেন এবং খাদ্য সামগ্রী তার হাতে তুলে দেন।
জানা যায়, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের হতদরিদ্র হোসেন মিয়ার বাবা মা, ভাই বোন,বউ এবং ছেলে মেয়ে কেউ নেই। দীর্ঘদিন যাবত যদু মিয়ার বাড়ির একটি ছোট্ট ভাঙা একচালা ঘরে জীবনযাপন করছেন এই বৃদ্ধ।
১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি ওই দরিদ্র হোসেন মিয়ার বিষয়ে। তারপর তার বাড়িতে নিজে খোঁজ নিয়ে ৬ নং ওয়ার্ডের মোতালেব মেম্বারের মাধ্যমে কিছু খাদ্যসামগ্রী তার হাতে তুলে দেই। আগামীতে তার ও তার দায়িত্বে থাকা পরিবারের জন্য স্থায়ীভাবে কি করা যায় সেটা দেখব। আর তার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগীতা থাকবে।